মালদা

চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু, ফের কাঠগড়ায় মালদা শহরের এক বেসরকারি নার্সিংহোম

চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু। ফের ঘটনায় অভিযুক্ত মালদা শহরের একটি বেসরকারি নার্সিংহোম। সেই সঙ্গে রোগীর দাঁত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠল নার্সিংহোমের কর্মীদের বিরুদ্ধে। অভিযুক্ত নার্সিংহোমের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করলো মৃত রোগীর পরিবার। 

জানা যায়, মালদার মোথাবাড়ি উত্তর লক্ষীপুরের বাসিন্দা পেশায় কৃষক টিপু সুলতান কয়েকদিন আগে উত্তর দিনাজপুরে ধান কাটতে যায়। সেখানেই গায়ে জোঁক লেগে যাওয়ার কারণে সে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মালদা শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। কিছুক্ষণ পর চিকিৎসকরা জানায় ওই রোগী সুস্থ রয়েছে। গত 22 তারিখ নাগাদ নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীর পরিবারকে জানাই তাদের রোগীর অবস্থা আশঙ্কাজনক তাকে এখান থেকে স্থানান্তর করা হচ্ছে। এরপর রোগীর পরিবার দেখতে পায় টিপু সুলতানের সমস্ত দাঁতভাঙ্গা। ওই রোগী তার পরিবারের সদস্যদের জানাই হাসপাতালে এক মহিলা কর্মী তার সমস্ত দাঁত ভেঙে দিয়েছে। এই অবস্থায় গত 23 তারিখ রাতেই ওই রোগীকে তার পরিবারের সদস্যরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শুক্রবার রাত্রিবেলা ওই রোগীর মৃত্যু হয়। মৃতের পরিবারের পক্ষ থেকে এ দিন রাতেই অভিযুক্ত নার্সের বিরুদ্ধে ইংরেজবাজার থানা অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে নার্সিংহোম কর্তৃপক্ষ।

এবিষয়ে রোগীর এক আত্মীয় আন্সারুল হক অভিযোগ করে বলেন, ধান কাটতে গিয়ে জোঁক লাগে, এরপর অসুস্থ হয়ে মালদার এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। এরপর তাঁর দাঁত ভাঙা অবস্থায় নার্সিংহোম থেকে তাকে রেফার করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরপর সেখানে চিকিৎসা চলা কালীন মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় ওই বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তারা থানার দ্বারস্থ হয়েছেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/zW9Y9e6-MoY